ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আসছে দীপঙ্কর দীপনের নতুন সিনেমা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫২, ১৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছেন নির্মাতা দীপঙ্কর দীপন। ছবিটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এখনো বিভিন্ন হলে ছবিটি প্রদর্শিত হচ্ছে। সিনেমাটি মুক্তির পর এই নির্মাতা বলেছিলেন শিগগিরই নতুন সিনেমার ঘোষণা দিবেন।

এবার তিনি তার সে কথা রাখতে যাচ্ছেন। নিয়ে আসছেন নতুন চলচ্চিত্র। ১৭ জানুয়ারি বুধবার সকাল ১১টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন সিনেমার নাম ঘোষণা করা হবে। চলচ্চিত্রটিতে অভিনয় শিল্পী হিসেবে কারা থাকছেন সেটিও সেখানে প্রকাশ করা হবে।  

এ প্রসঙ্গে দীপঙ্কর দীপন বলেন, ঢাকা অ্যাটাক মুক্তির পর দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। তাদের কাছে আমার একটি আলাদা চাহিদা তৈরি হয়েছে। সে সব বিষয়কে মাথায় রেখে সামনে এগুতে চাচ্ছি। নতুন কিছু করতে চাচ্ছি। 

দীপনের নতুন চলচ্চিত্রটি প্রযোজনা করবে থ্রি হুইলারস লিমিটেড ও মেইন স্কয়ার কর্পোরেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্বাধীনতা পদকপ্রাপ্ত শামসুল আলম (বীর উত্তম)। এছাড়া থাকবেন খ্যাতিমান মুক্তিযুদ্ধারা।  

 

 

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি